কক্সবাজারের টেকনাফ উপজেলার গহীন পাহাড়ে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা নারী-শিশুসহ ৮৪ জনকে উদ্ধার করেছে র্যাব ও বিজিবি। এ সময় অস্ত্রসহ আটক করা হয়েছে পাচারকারী চক্রকে তিন সদস্যকে। রোববার রাতে উপজেলা সদর ইউনিয়নের বাহারছড়া ও কচ্ছপিয়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান। আটকরা হলেন- বাহারছড়ার বাসিন্দা আব্দুল্লাহ (২১), একই এলাকার সাইফুল ইসলাম (২০) এবং মো. ইব্রাহিম (২০)। সোমবার দুপুরে বিজিবি ও র্যাবের যৌথ সংবাদ সম্মেলনে কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বলেন, “বাহারছড়া ও কচ্ছপিয়ায় গহীন পাহাড়ে একটি পাচারকারী চক্র মালয়েশিয়া ও থাইল্যান্ডে নেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েকজনকে আটক করে রেখেছেন। “বিষয়টি জানতে পেরে রাতে বিজিবি ও র্যাব সদস্যরা প্রথমে বাহারছড়া পাহাড়ি এলাকা থেকে পাচারকারী সন্দেহে একজনকে আটক...