সৌন্দর্যের ধারায় এখন জেল নেইল পলিশের কদর বেশি। টানা দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত চকচকে ও সুন্দর দেখায়, সহজে খসে পড়ে না। তাই অনেকেই নিয়মিত জেল ম্যানিকিউর করান। তবে সমস্যা হয় যখন এটি তুলতে হয়। অনেক সময় ব্যস্ততা বা খরচ বাঁচানোর জন্য বাসাতেই নেইল পলিশ তোলার চেষ্টা করেন কেউ কেউ। তবে বিশেষজ্ঞরা বলছেন- সঠিক নিয়ম না মেনে জেল নেইল পলিশ তুললে নখ দুর্বল হয়ে যায়, ভেঙে যায় কিংবা সাদা দাগ পড়ে। মার্কিন নেইল আর্টিস্ট এবং ব্র্যান্ড ‘সিএনডি’-এর সহ-প্রতিষ্ঠাতা জ্যান আর্নল্ড ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “জেল পলিশ আসলে সাধারণ নেইল পলিশ আর জেলের মিশ্রণ। এটি এলইডি বা ইউভি আলোতে সেট হয় বলে দীর্ঘস্থায়ী হয়। খসে পড়ে না বা ভেঙে যায় না।” অন্যদিকে, ‘আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজি’ জানিয়েছে- ভুল উপায়ে জেল...