আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব ও সূচনা বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ শাহীন সুলতানা। সভায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দিন, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুজ্জামান, দিনাজপুর চেম্বারের সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. আখতারুজ্জামান আক্তার, সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মো. আব্দুর রউফ, জেলা জামায়াত নেতা অ্যাডভোকেট মো. মাইনুল আলম, শহর জামাতে ইসলামীর আমির সিরাজুস সালেহীন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক উত্তম কুমার রায়, এনপিপির মুখ্য সমন্বয়ক ফয়সাল করিম শোয়েব, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন, রঞ্জিত কুমার সিংহ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট...