নতুন নাম পেয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বলা যায় নতুনভাবে সাইবার বুলিং হচ্ছে তাকে নিয়ে। বাঁধনকে এখন ‘নাগিন’ বলে ডাকছেন অনেকে। সোমবার (২২ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে তিনি নিজে সেই কথা জানিয়েছেন। তিনি দাবি করেন, এখন তাকে সোশ্যাল মিডিয়ায় নাগিন বলে ডাকছেন অনেকে। বাঁধন লিখেছেন, ‘আমি জীবনের সবচেয়ে ভালো সময়গুলো কাটাচ্ছি (বিস্তারিত পরে বলব)। আমাকে গালি দেওয়ার শব্দভাণ্ডার আপগ্রেড হয়েছে। এখন নতুন শব্দ হলো ‘নাগিন’!’ এ বিষয়ে বাঁধন আরও বলেন, ‘মানুষ আমাকে নানা নামে ডেকেছে। কিন্তু এই নামটি একদম নতুন। সত্যি বলতে আমি ‘নাগিন’ নামটি খুব পছন্দ করেছি। সবাই রাস্তা খালি করুন, শহরে নাগিন আজমেরী হক এসেছে।’ আগেও বাঁধন জানিয়েছিলেন, সাইবার বুলিং তাদের কাছে চলমান সমস্যা। তিনি বলেন, ‘প্রথমত, আমি কোনো জায়গায় যাইনি। এটা আমার সচেতন সিদ্ধান্ত ছিল। দ্বিতীয়ত, আক্রমণ...