নিবন্ধনের অগ্রগতি জানতে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল। সোমবার (২২ সেপ্টেম্বর) এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা এ তথ্য জানান। তিনি বলেন, বিকেলে আমিসহ তিন সদস্যের প্রতিনিধিদল সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে যাবো। ৮ সেপ্টেম্বর আমরা নিবন্ধনের অগ্রগতি বিষয়ে জানতে গিয়েছিলাম। তখন সচিবের সঙ্গে বৈঠক হয়েছে, সিইসি দেশের বাইরে ছিলেন। এরই ধারাবাহিকতায় আজকের বৈঠকে নিবন্ধনের বিষয়ে অগ্রগতি জানতে পারবো। প্রতিনিধিদলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহও থাকবেন। দলটির নিবন্ধন পাওয়ার বিষয়ে বরাবরই আশাবাদী বলে জানান এনসিপি নেতারা। তবে দলীয় প্রতীক শাপলা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয় ইসির তরফ থেকে। আরও পড়ুনইসির নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপিসহ ৬ দলএ মাসেই নতুন দলের নিবন্ধন...