সাতক্ষীরা: সংসদীয় আসনের চূড়ান্ত সীমানার গেজেট প্রকাশের পর বেশ অস্বস্তিতে পড়েছেন সাতক্ষীরা-৩ আসনের (কালিগঞ্জ-আশাশুনি) সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীরা। এ আসনের সীমানা পুনর্বিন্যাস হওয়ায় তাদের দীর্ঘদিনের নির্বাচনী প্রস্তুতি যেন গুলিয়ে গেছে।ইসির সিদ্ধান্তে সাধারণ মানুষের পাশাপাশি যেন রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরাও হয়ে পড়েছেন বিভ্রান্ত। নির্বাচন কমিশনের তথ্য মতে, ১৯৮৪ সালে সাতক্ষীরা জেলা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত সাতক্ষীরা জেলায় পাঁচটি সংসদীয় আসন ছিল। এক্ষেত্রে জেলার আশাশুনি উপজেলা নিয়ে ছিল সাতক্ষীরা-৩ আসন। দেবহাটা ও কালিগঞ্জ উপজেলা নিয়ে ছিল সাতক্ষীরা-৪ আসন। ২০০৮ সালে তৎকালীন নির্বাচন কমিশন সাতক্ষীরা জেলা থেকে একটি আসন কমিয়ে চারটি আসন গঠন করে। তখন আশাশুনির সঙ্গে দেবহাটা উপজেলা ও কালিগঞ্জ উপজেলার চারটি আসন নিয়ে গঠন করা হয় সাতক্ষীরা-৩ আসন। আর কালিগঞ্জের বাকি আটটি ইউনিয়ন শ্যামনগরের...