সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির জানান, আমাদের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারী আব্দুল করিম পালিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজি পর তাকে পাওয়া গেলে এলাকার গণ্যমান্যের উপস্থিতিতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং অবৈধভাবে উত্তোলনকৃত বালুর স্তুপ ও মেশিন জব্দ করা হয়। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। দৈনিক সংবাদে সচিত্র প্রতিবেদন প্রকাশের দিনই গতকাল রোববার বিকালে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা ও বোমা মেশিন ও অবৈধভাবে উত্তোলনকৃত বিপুল পরিমাণের বালুর স্তুপ জব্দ করেছে সহকারী কমিশনার (ভূমি)। জব্দকৃত মেশিন ও বালু গ্রাম্য পুলিশের জিম্মায় দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামান। গতকাল রোববার দৈনিক সংবাদে, ডিমলায় প্রশাসনকে ম্যানেজ চলছে...