ঢাকা: বিতর্কিত অ্যামনেস্টি বিলের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। রোববার (২১ সেপ্টেম্বর) রিও ডি জেনিরো, সাও পাওলো ও ব্রাসিলিয়ার রাজপথে নেমে আসে হাজার হাজার মানুষ। বামপন্থী দল ও শিল্পীগোষ্ঠীর ডাকে আয়োজিত এই বিক্ষোভে অংশ নেন শিক্ষার্থী, মানবাধিকারকর্মী, শিল্পীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। খবর আলজাজিরা।রাজধানী রিওর অন্তত ২২টি এলাকায় একযোগে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। সাও পাওলো ও ব্রাসিলিয়াতেও জমায়েত হয় বিশাল সংখ্যক বিক্ষোভকারী। জানা গেছে, শুধুমাত্র রিওতেই প্রায় ৪০ হাজার মানুষ অংশ নেয়, যেখানে শিল্পীরা গান গেয়ে প্রতিবাদে অংশ নেন।প্রস্তাবিত এই অ্যামনেস্টি বিলটি আইন হয়ে উঠলে অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগে অভিযুক্ত সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারো শাস্তি থেকে রেহাই পেতে পারেন। আর তাই বিলটির বিরুদ্ধে ফুঁসে উঠেছে জনসাধারণ।নিউজজি/এস আর ঢাকা: বিতর্কিত অ্যামনেস্টি বিলের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে লাতিন আমেরিকার...