২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম বিএনপির উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি বাংলাদেশের শান্তিপূর্ণ ও স্থিতিশীল সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ অর্জনে সহায়ক হবে বলে মন্তব্য করেছেন’বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকার গুলশানে তার বাসভবনে ডেনমার্কের রাষ্ট্রদূত এইচ.ই. মি. ক্রিস্টিয়ান ব্রিক্স মোলার সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এবং আসন্ন সাধারণ নির্বাচনে তাদের নীতি–অবস্থান নিয়ে আলোচনা হয়। আলোচনায় ড. মঈন খান বলেন, ‘বিএনপির উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে, যা বিনিয়োগ ও প্রবৃদ্ধির জন্য অপরিহার্য।’ রাষ্ট্রদূত জানান, তারা চট্টগ্রাম বন্দর উন্নয়ন এবং কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত উপকূলীয় অঞ্চলে অবকাঠামো...