ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতিদানকারী দেশগুলোর তালিকায় এবার যোগ হলো ইউরোপীয় দেশ মাল্টা। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, মাল্টা সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। খবর রয়টার্সের। এর আগে রোববার (২১ সেপ্টেম্বর) যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল একই পদক্ষেপ নিয়েছিল। গাজায় চলমান যুদ্ধ শেষ করতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে এগিয়ে নিতে এই দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্সসহ আরও কয়েকটি দেশেরও সোমবার একই সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট আবেলা মে মাসেই ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তবে সে সময় জাতিসংঘের সম্মেলন স্থগিত হওয়ায় এই প্রক্রিয়া পিছিয়ে যায়। ভূমধ্যসাগরের এই দ্বীপরাষ্ট্রটির ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের দীর্ঘ ইতিহাস রয়েছে। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেও...