কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযান চালিয়ে মানবপাচারকারীর আস্তানা থেকে ৮৪ জনকে উদ্ধার করেছে র্যাব ও বিজিবি। এসময় অস্ত্র ও গোলাবারুদসহ মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদর দপ্তরে সংবাদ সম্মেলনে ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান ও র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান এসব তথ্য জানিয়েছেন। আটকরা হলেন- উপজেলার কচ্ছপিয়া এলাকার আব্দুল্লাহ (২১), রাজরছড়ার সাইফুল ইসলাম (২০) ও একই এলাকার মো. ইব্রাহিম (২০)। সংবাদ সম্মেলনে বলা হয়, ২০ সেপ্টেম্বর গোপন সংবাদে জানা গেছে, বাহারছড়া কচ্ছপিয়ার গহীন পাহাড়ে একটি চক্র মালয়েশিয়া ও থাইল্যান্ডে নেওয়ার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের আটকে রেখেছে। এমন খবরের ভিত্তিতে ২১ সেপ্টেম্বর প্রায় ১২ ঘণ্টা যৌথভাবে অভিযান চালিয়ে ভুক্তভোগীদের উদ্ধার ও আসামিদের আটক করে।...