ঢাকা:পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকার চারপাশের নদীগুলো ব্যাপকভাবে দূষিত হচ্ছে। নদী দূষণের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট ও জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে।সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকার নদীগুলো রক্ষা করতে হবে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত 'ঢাকার নদীগুলিকে পুনরুজ্জীবিত করার জন্য পলিসি ডায়ালগ: টেকসই ব্যবস্থাপনার জন্য নীতিগত বিকল্প 'শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উপদেষ্টা। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নদী গবেষণা ইনস্টিটিউট ঢাকার ৪টিসহ পুরো দেশের নদীগুলোার তালিকা করছে যাতে দ্রুত সময়ে বর্জ্য অপসারণ করা যায়। ঢাকার ৫টি বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগ, ধলেশ্বরী এবং ৮টি বিভাগের ৮টি নদী নিয়ে প্রকল্প নেওয়া হচ্ছে। এসব নদী থেকে বর্জ্য অপসারণ ও ড্রেজিং করে নদীর নাব্য ফিরিয়ে আনা হবে। তিনি বলেন, আমরা চেষ্টা করছি...