শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্র রাজনীতির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শর্তসাপেক্ষে স্থগিত করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আরো পড়ুন:শাবিপ্রবিতে প্রকৌশলীদের সঙ্গে চলমান বৈষম্য নিয়ে মতবিনিময়নুরের ওপর হামলা: ইবি ও শাবিপ্রবিতে বিক্ষোভ, জাপা নিষিদ্ধের দাবি শাবিপ্রবিতে প্রকৌশলীদের সঙ্গে চলমান বৈষম্য নিয়ে মতবিনিময় নুরের ওপর হামলা: ইবি ও শাবিপ্রবিতে বিক্ষোভ, জাপা নিষিদ্ধের দাবি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৮ আগস্ট প্রক্টরীয় কমিটির সঙ্গে সর্বদলীয় ছাত্র সংগঠনের মতবিনিময় সভায় সর্বসম্মতভাবে নেওয়া সুপারিশের ভিত্তিতে ২০২৪ সালের ৬ নভেম্বর জারি করা নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে শিক্ষার্থীদের কল্যাণমূলক...