পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পঁচাকোড়ালিয়া গ্রামে দেশের নবম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এর কাজ চলমান রয়েছে। এই ইপিজেডর জমি অধিগ্রহণ প্রক্রিয়াকে ঘিরে এলএ শাখায় কতিপয় কর্মকর্তা-কর্মচারীর যোগসাজসে ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পেতে চরম হয়রানির শিকার হচ্ছে। ক্ষতিপূরণের টাকা পেতে খরচের কথা বলে শতকরা ৬ টাকা থেকে ১২ টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। পটুয়াখালীতে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২০২৩ সালের ২৯ আগস্ট পটুয়াখালী ইপিজেড প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পঁচাকোড়ালিয়া গ্রামে স্থাপিত হচ্ছে দেশের নবম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)। ইতিমধ্যে ৪১০ দশমিক ৭৮ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। প্রকল্প এলাকার প্রায় ৩০০ একর জমি ইতোমধ্যে বালু ফেলে প্রস্তুত করা...