কক্সবাজারের উখিয়ায় পেটে করে ইয়াবা বহনের সময় মো.আশিক মন্ডল (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উখিয়া ব্যাটালিয়নের একটি আভিযানিক দল।শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ৬৪ বিজিবির একটি বিশেষ টহলে তাকে গ্রেফতার করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ৬৪ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে এক মোটরসাইকেল আরোহীকে গ্রেফতার করা হয়। পরে এক্স-রে করিয়ে পেটে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। চিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়ানোর পর তার শরীর থেকে লাল টেপে মোড়ানো ৬৫টি পোটলা উদ্ধার করা হয়। যেখানে ৩ হাজার ২শ ২৮ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। অভিযানে একটি পালসার মডেলের মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।”গ্রেফতার যুবক কুষ্টিয়ার মিরপুর উপজেলার গৌড়দহ গ্রামের বাসিন্দা। উদ্ধারকৃত ইয়াবা, মোটরসাইকেল...