আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশে পর্যবেক্ষণ মিশন পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ লক্ষ্য নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের সঙ্গে ইইউর আট সদস্যের নির্বাচনি তথ্য অনুসন্ধানী দলের বৈঠক শুরু হয়েছে। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে বিকেল ৩টা থেকে এ বৈঠক শুরু হয়। ইসি সচিবালয়ের যুগ্ম সচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২) মো. মঈন উদ্দীন খানের নেতৃত্বে বৈঠকে অংশ নিয়েছেন ইসির চার কর্মকর্তা। আট সদস্যের ইইউ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সিনিয়র ইলেকশন এক্সপার্ট রিকার্ডো সেলেরি। ইসির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ইইউ প্রতিনিধিদল আজ বিকেলে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) ও বিকল্প তথ্য প্রদানকারী কর্মকর্তা আশাদুল হক এ তথ্য জানিয়েছেন। ইসির কর্মকর্তারা জানান, ইইউ প্রাক নির্বাচনি তথ্য-অনুসন্ধানী...