বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর করা নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির কার্যকারিতা ১৫ দিনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। কয়েকজন কাউন্সিলরের করা রিটের সোমবার (২২ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। পরে জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, আগের মনোনয়ন বাতিল করে নতুন করে কাউন্সিলর মনোনয়নে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ১৮ সেপ্টেম্বর স্বাক্ষরিত চিঠির বৈধতা প্রশ্নে রুল জারি করেছেন। ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন। একইসঙ্গে ক্রীড়া সচিব ও বিভিন্ন জেলা সংস্থা...