গাজীপুরের পূবাইল এলাকা থেকে অপহরণের শিকার এক অপ্রাপ্তবয়স্ক নাবালিকা শিক্ষার্থীকে টঙ্গী এলাকায় দীর্ঘদিন ধরে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এজাহারভুক্ত প্রধান আসামি সিয়াম আল হাবিব খানকে। রোববার ভুক্তভোগীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে পূবাইল থানায় মামলা দায়ের করেছিলেন। সোমবার ভোররাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে মিরের বাজার ফ্লাইওভারের নিচ থেকে ২২ বছর বয়সী সিয়াম আল হাবিব খানকে গ্রেপ্তার করে। থানা সূত্রে জানা যায়, এসআই (নি.) মো. রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারের পর আসামিকে পূবাইল থানায় আনা হয় এবং পরবর্তীতে আদালতে সোপর্দ করা হয়। মামলা সূত্রে জানা যায়, ৪ আগস্ট পূবাইলের মাজুখান এলাকা থেকে নাবালিকা শিক্ষার্থীকে অপহরণ করে...