রোববার গুলি চলেছিল চারু মার্কেটে একটি জিমে৷ দুই দুষ্কৃতী জিমের বাইরে মোটরসাইকেল পার্ক করে জিমের ভিতরে ঢুকে গুলি চালায়৷ জিমের মালিককে লক্ষ্য করে গুলি চালালেও তিনি বেঁচে যান৷ দুষ্কৃতীরা পালায়৷ কিন্তু সোমবারগার্ডেনরিচেঅজ্ঞাতপরিচয় একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন৷ সকাল নটা ৪০ নাগাদ গার্ডেনরিচের মানুষ একটা গুলির শব্দ পান৷ এক যুবককে পড়ে থাকতে দেখেন৷ তার কাছে একটা পিস্তলও পাওয়া যায়৷ যুবককে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়৷ ডিসি পোর্টের অফিসের কাছে এই ঘটনা ঘটে৷ ওই জায়গায় বেশ কয়েকটি কারখানা আছে৷ ঠিকা শ্রমিকরা ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন৷ তাছাড়া জায়গাটা ফাঁকা থাকে৷ ডিসি পোর্টসহ বাকিপুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান৷ পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালাতে থাকে৷ পুলিশ জানিয়েছে, কীভাবে মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে৷ আগ্নেয়াস্ত্রটি নিয়েও তদন্ত হচ্ছে৷ ডিসি পোর্ট বলেছেন,...