জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনী বিশেষজ্ঞ দল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করছেন ইসি কর্মকর্তারা। ইসি সূত্রে জানা গেছে, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন। তারা নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশকে অগ্রাধিকার দিচ্ছে এবং এরইমধ্যে ৪ মিলিয়ন ইউরো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। আগামী নির্বাচনকে আন্তর্জাতিক মানের করতে ইইউ নির্বাচন বিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে কাজ করবে। বিশেষ করে...