২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম ফ্যাসিস্ট হাসিনার দোসর সাংবাদিক শ্যামল দত্তকে নির্বিচারে আটক করে রাখা হয়েছে দাবি করে তার মুক্তির বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য সরাসরি জাতিসংঘের কাছে আবেদন জানিয়েছেন তার মেয়ে সুষমা শশী দত্ত। অবৈধভাবে ভারতে যাওয়ার সময় গত বছরের ১৬ সেপ্টেম্বর তাকে আটক করা হয়। তখন থেকেই একটি হত্যা মামলায় কারাগারে রয়েছে কুখ্যাত এই র’ এজেন্ট। বড় মেয়ে সুষমা শশী দত্ত দেশের বাইরে অষ্ট্রেলিয়ার একটি নামি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। ভারতীয় গণমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়াতে প্রকাশিত একটি বিস্তারিত চিঠিতে তিনি লিখেছেন, ‘‘(হাসিনার পতনের পর) দেশজুড়ে ভয় এবং প্রতিশোধের একটি পরিবেশ নেমে এসেছিল। যারা পূর্ববর্তী সরকারের সমর্থক বলে বিবেচিত হয়েছিলেন—তাঁরা হন বা না হন—তারা লক্ষ্যবস্তু হয়েছিলেন। আমার বাবা সহ সাংবাদিকরাও রেহাই পাননি।’’ জাতিসংঘকে লেখা চিঠিতে...