কক্সবাজারের টেকনাফে র্যাব ও বিজিবির যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ মানব পাচারকারী চক্রের ৩ সদস্যকে আটক এবং ভুক্তভোগী ৮৪ জনকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান ও র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এবং র্যাব-১৫ এর সমন্বয়ে ২১ সেপ্টেম্বর দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে মানব পাচার, মাদক চোরাচালান ও মুক্তিপণ বাণিজ্য ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় থাকলেও সম্প্রতি প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়। অভিযানে অংশ নেওয়া সূত্র জানায়, পাচারকারীরা পাহাড়ি আস্তানায় ভুক্তভোগীদের আটকে রেখে বিদেশে নেয়ার প্রলোভন দেখাচ্ছিল। ২০ সেপ্টেম্বর প্রাথমিকভাবে এক পাচারকারীকে...