ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া বিশ্বকাপ খেলতে মঙ্গলবার দেশ ছাড়ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তার আগে আজ সোমবার মিরপুর শেরে বাংলায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেখানে টুর্নামেন্ট নিয়ে বিস্তারিত কথা বলার পাশাপাশি ওয়ার্কলোড নিয়ে কথা বলেছেন তিনি। বাড়তি চাপ থেকে দূরে থাকতে ওয়ানডে বিশ্বকাপ খেলে এসে বিশ্রামে যাওয়ার কথা বলেছেন অধিনায়ক। তবে সেটা আন্তর্জাতিক ক্রিকেটে নয়, এমনটা করবেন ঘরোয়া ক্রিকেট থেকে! সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমি প্রায় গত ৬ মাস ধরে টানা ক্রিকেট খেলছি। তাই আমার কাছে মনে হচ্ছে, এখন ক্রিকেটারদের উচিত বুঝে বুঝে খেলা, ওয়ার্কলোড ঠিক রেখে খেলা। কতটুকু খেললে আমি পরবর্তীতে আন্তর্জাতিক সিরিজে এভেইলেবল থাকতে পারবো বা ভালো পারফরম্যান্স দিতে পারবো।’ এরপরই বলেছেন, ‘এজন্যই সিদ্ধান্তটা নেওয়া। কারণ আমাদের প্রধান দায়িত্ব তো জাতীয়...