বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে যে নির্বাচন ব্যবস্থা দেশের মানুষকে শান্তি দিতে ব্যর্থ হয়েছে, দেশ আবারও তেমন একটি নির্বাচনের দিকেই এগুচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে খুলনা সরকারি বিএল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আগামীর বিশ্ব হবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগ। সুতরাং নিজেদের যোগ্য করে গড়ে তুলতে এখন থেকেই প্রচেষ্টা চালাতে হবে। একাডেমিক পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা ও বিভিন্ন দেশের ভাষা শেখার মাধ্যমেই প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের জায়গা তৈরি করা সম্ভব। ছাত্রশিবির সেক্রেটারি অভিযোগ করেন, ২০০৮ সাল থেকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের শিক্ষাব্যবস্থা শুধু বেকার তৈরি করেছে।...