যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির প্রয়াত রাজনৈতিক কর্মী চার্লি কার্কের স্মরণসভায় তাকে দেশের জন্য আত্মোৎসর্গকারী এক ‘শহীদ’ হিসেবে অভিহিত করেছেন। স্থানীয় সময় রোববার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠানে ট্রাম্পের পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, রক্ষণশীল তারকা ও সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। স্মরণসভায় ট্রাম্প বলেন, ‘সপ্তাহ দুয়েক আগে দেশ এক উজ্জ্বল নক্ষত্রকে হারিয়েছে। তিনি (কার্ক) তার প্রজন্মের একজন মহীরুহ ছিলেন। সর্বোপরি তিনি ছিলেন একজন যত্নশীল স্বামী, পিতা, খ্রিস্টধর্মে দীক্ষিত এক ব্যক্তি ও এক দেশপ্রেমী।’ ট্রাম্প আরও বলেন, ‘দেশের জন্য কিছু মহান উদ্দেশ্যকে কার্যকর করতে তিনি ছিলেন এক নির্ভীক সৈনিক। আমেরিকায় স্বাধীনতা আনতে শহীদ হয়েছেন কার্ক।’ এর আগে ট্রাম্প ঘোষণা করেছিলেন, কার্ককে মরণোত্তর প্রেসিডেন্সিয়াল মেডেল...