প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মোটরসাইকেলযোগে ঈদগড় থেকে ঈদগাঁও যাচ্ছিলেন দুই যুবক। হিমছড়ি ঢালায় পৌঁছালে সংঘবদ্ধ ডাকাত দলের কবলে পড়েন তারা। ডাকাতরা মোটরসাইকেল থামিয়ে দুই আরোহীকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃতরা হলেন- ঈদগড় পূর্ব রাজঘাট ৪ নম্বর ওয়ার্ডের আব্দু শুক্কুরের ছেলে মোক্তার আহমদ (৩০) ও ঈদগড় চরপাড়া ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হোসেনের ছেলে হেলাল উদ্দিন (২৬)। দুজনই পেশায় ইলেকট্রনিক মিস্ত্রি। টমটমচালক রাসেল বলেন, ‘আমি যাত্রী নিয়ে ঈদগড় থেকে ঈদগাঁও যাচ্ছিলাম। হিমছড়ি ঢালায় দেখি ডাকাতরা তিনটি টমটম ও কয়েকটি সিএনজি থামিয়ে রেখেছে। প্রায় আধাঘণ্টা ধরে যাত্রীদের মারধর করে, গাড়ি ভাঙচুর চালিয়ে টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে।’ ঈদগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, তিনি ঘটনাস্থল অতিক্রম করার সময় প্রায় ৩০-৪০টি গাড়ি আটকে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। অপহৃত হেলালের...