ঢাকা:অনলাইনে নিবন্ধনের মাধ্যমে প্রবাসীরা কীভাবে ভোট দেবেন সে পদ্ধতি জানাল নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২২ সেপ্টেম্বর) সংস্থাটির ওয়েবসাইটে এমন দু’টি নির্দেশিকা প্রকাশ করে ইসি। নিবন্ধনের জন্য প্রবাসীকে গুগল প্লে স্টোর অথবা আইনফোনের অ্যাপ স্টোর থেকে “পোস্টাল ভোট বিডি” অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর লগইন করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। মোবাইল নম্বর প্রবেশ করালে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) আসবে, তা দিয়ে মোবাইল নম্বর নিশ্চিত করবেন। এরপর নিজের ছবি তোলে দিতে হবে জাতীয় পরিচয়পত্র (এনআিডি হাতে নিয়ে সেলফি তুলতে হবে। পরবর্তীতে দিতে হবে এনআইডির ছবিও। এরপর পাসপোর্ট থাকলে তার ছবি দিতে হবে। সর্বশেষে বিদেশ অবস্থানরত বর্তমান ঠিকানার তথ্য দিলেই কাজ শেষ। সিস্টেম থেকে সব তথ্য যাচাই করে সত্যতা মিললে “আপনি এখন নিবন্ধিত” এমন লেখা প্রদর্শিত হবে অ্যাপে। এরপর অপেক্ষা কেবল ব্যালট পেপারের...