দক্ষিণ চট্টগ্রামের বহুল প্রতিক্ষিত ওয়াসা প্রকল্পে সেবা গ্রহীতার অভাবে অলস বসে আছে এ প্রকল্পের সংশ্লিষ্টরা। প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে ১৩৩ কিলোমিটার পাইপলাইন স্থাপনসহ চট্টগ্রাম ওয়াসা দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বাসিন্দা ও শিল্প কারখানার জন্য অগ্রাধিকার হিসেবে এ প্রকল্প নির্মাণ করেছিলেন। কিন্তু পানির সংযোগের জন্য আশানুরূপ আবেদন মিলছে না। চট্টগ্রাম মহানগরের বাইরে ভান্ডালজুরি পাহাড়ের পাদদেশে এ প্রকল্পের পানি শোধনাগার নির্মাণ করা হয়। পটিয়ায় বিতরণ ব্যবস্থার মাধ্যমে তা প্রতিটি উপজেলায় বিতরণ শুরু হয়েছে। কিন্তু কাঙ্ক্ষিত গ্রাহক মিলছে না। অভিযোগ রয়েছে এ প্রকল্প বাস্তবায়নে ব্যবহৃত সিমেন্টের গুণগত মান নির্ণয়ে সংশ্লিষ্ট কোম্পানির পক্ষ থেকে সরবরাহ করা একাধিক টেস্ট রিপোর্টের অধিকাংশের কিউআর কোড ও স্বারক নকল। এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ...