রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ নিয়ে ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে ভিন্নমত। ২৫ সেপ্টেম্বরই রাকসু নির্বাচন চায় শিবির। তবে দুর্গাপূজার ছুটির পর নির্বাচনের দাবি জানিয়েছে ছাত্রদল। ছাত্রদল বলছে, পূজার ছুটি ও কমপ্লিট শাটডাউনের কারণে ক্যাম্পাসে ভোটারদের উপস্থিতি কমে গেছে। তাই সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করতে তারা চান নির্বাচন পূজার ছুটির পরে অনুষ্ঠিত হোক। অন্যদিকে ছাত্রশিবির বলছে, তারা ২৫ তারিখেই রাকসু নির্বাচন চান। তাহলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে থাকবেন এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি ও ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর বলেন, ‘আমরা সবসময় গণতন্ত্রে বিশ্বাসী। আমরা দেখছি, ৪৮ ঘণ্টা আগে যে উৎসবমুখর পরিবেশ এবং ভোটার ও প্রার্থীদের আনাগোনা ছিল, সেটা এখন অনেকটায় স্থবির হয়ে গেছে। ভোটার নেই বললেই...