লেবাননের দক্ষিণাঞ্চলে রোববার (২১ সেপ্টেম্বর) ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এদের মধ্যে তিন শিশু এবং তাদের বাবা মার্কিন নাগরিক বলে জানিয়েছে লেবানন সরকার। খবর আল জাজিরার। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননের বিন্ত জবেইল শহরে ইসরায়েলি ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছে, যাদের মধ্যে তিন শিশুও রয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, রোববারের হামলায় একটি মোটরসাইকেল ও একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে আরও দুইজন আহত হয়েছে। লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি বলেন, নিহত তিন শিশু- সেলিন, হাদি ও আসিল এবং তাদের বাবা যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। ওই শিশুদের মা হামলায় আহত হয়েছেন। ইসরায়েল দাবি করেছে, হামলায় হিজবুল্লাহর এক সদস্য নিহত হয়েছে, তবে স্বীকার করেছে যে এতে বেসামরিক লোকজনও নিহত হয়েছে। ইসরায়েল নিয়মিত দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে...