২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৯ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৯ পিএম নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনী বিশেষজ্ঞ দল। আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ইসি সূত্রে জানা গেছে, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন। তারা নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশকে অগ্রাধিকার দিচ্ছে এবং এরইমধ্যে ৪ মিলিয়ন ইউরো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। আগামী নির্বাচনকে আন্তর্জাতিক মানের করতে ইইউ নির্বাচন বিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে কাজ করবে। বিশেষ করে ডিসইনফরমেশন ও মিসইনফরমেশন ঠেকাতেও তাদের আগ্রহ রয়েছে। এর আগে গত ১৯ আগস্ট ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ইসির সঙ্গে বৈঠক করেন। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচনের ভোটগ্রহণের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে ইসি। বাঁশখালীতে...