২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩২ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩২ পিএম ভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে গভীর রাতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তাহের মাঝি (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। রোববার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চৌমুহনী ঘাট সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহের মাঝি চাঁদপুর ইউনিয়নের বালিয়াকান্দি ২নং ওয়ার্ডের বাসিন্দা এবং ওই গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে। আহতরা হলেন, একই গ্রামের সুমনের ছেলে মো. সিফাত (১৫), মো. রিফাত (১২) এবং স্বপনের ছেলে মো. মারুফ (১১)। প্রত্যক্ষদর্শী আব্দুল মালেক জানান, প্রতিদিনের মতো রোববার রাতে মেঘনা নদীতে মাছ শিকার করছিলেন তাহের মাঝিসহ অন্যান্যরা। মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাতে আবু তাহের মাঝি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা...