নিজস্ব প্রতিবেদক : আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) ছিল কাউন্সিলর মনোনয়নপত্র জমার শেষ দিন। এ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে তৈরি হয়েছে উত্তেজনাকর পরিস্থিতি। গতকাল (রোববার) এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি পদপ্রার্থী ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল নির্বাচন প্রক্রিয়া নিয়ে গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, “নিরপেক্ষ নির্বাচনের আশায় আমি প্রার্থী হয়েছি। কিন্তু কাউন্সিলর মনোনয়ন নিয়ে যেভাবে পক্ষপাতমূলক আচরণ হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক। জেলা ও বিভাগীয় পর্যায়ে সভাপতির পক্ষ থেকে এবং জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে চিঠি পাঠিয়ে প্রভাব বিস্তার করা হচ্ছে।” তামিম আরও বলেন, “এটা নির্বাচন নয়, বরং সিলেকশন চলছে। সরকারের সরাসরি হস্তক্ষেপ রয়েছে বলে মনে হচ্ছে। কিছু মৌখিকভাবে হয়েছে, যেগুলোর প্রমাণ নেই, তবে কিছু বিষয়ে নথিপত্রসহ প্রমাণ দেখানো যাবে। ১৬ সেপ্টেম্বর নির্বাচন...