নির্বাচন কমিশন(ইসি) কর্মকর্তাদের সাথে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দল বৈঠক শুরু। সোমবার(২২ সেপ্টেম্বর) বিকেলে ৩ টায় প্রতিনিধি দলটি নির্বাচন কমিশনে আসেন।প্রতিনিধি দলটি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অব:) এর সাথে তারা সাক্ষাৎ করবেন।পূর্বনির্ধারিত বৈঠকের বিষয়টি বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে জানিয়েছিলেন।এর আগে গত ১৯ আগস্ট ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ইসির সঙ্গ বৈঠক করেন।তিনি সেদিন জানান, আগামী নির্বাচনে নির্বাচন কমিশনকে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।আসছে নির্বাচন আন্তর্জাতিক মানের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার প্রত্যাশা রেখে সেপ্টেম্বরে তাদের বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে বলেও জানান। তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশ ইইউর জন্য অগ্রাধিকার।গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে। গণতন্ত্রের সঙ্গে সবসময়ই আছে...