এশিয়া কাপ ২০২৫–এর সুপার ফোরে ভারতের বিপক্ষে ৫৮ রানের ইনিংস খেলে পাকিস্তানকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছিলেন ওপেনার সাহিবজাদা ফারহান। কিন্তু অর্ধশতক পূর্ণ করার পর তার মেশিনগান তাক করার ভঙ্গি ব্যাপক সমালোচনা কুড়ায়। সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের পরবর্তী ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে ফারহান স্পষ্ট জবাব দেন, ‘আমি জানি না মানুষ এটা কীভাবে নেবে। আমি এসব নিয়ে কেয়ার করি না। এটা তখনকার মুহূর্তের ব্যাপার ছিল। ’ তিনি আরও বলেন, ‘আমি সাধারণত অর্ধশতক করার পর কোনো বিশেষ উদযাপন করি না। হঠাৎ মাথায় এল, আজ কিছু করি—তাই করলাম। ক্রিকেটে সবসময় আগ্রাসী মানসিকতা নিয়ে খেলতে হয়, সেটা ভারতের বিরুদ্ধেই হোক বা অন্য কারও বিরুদ্ধে। ’ আগের ম্যাচগুলোর ভুল থেকে শিক্ষা নিয়ে পাকিস্তানের ব্যাটিং কৌশল নিয়েও মন্তব্য করেন ফারহান। তার...