তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সমাজে বৈষম্য থাকবে না। নারী-পুরুষের মধ্যে সমতা নিশ্চিত করা হবে।নির্বাচনে ‘আওয়ামী দোসর’ কর্মকর্তাদের সম্পৃক্ত করা যাবে না : ফারুকদৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রবীণ বিএনপি নেতা আলহাজ আলতাফ হোসেন।বক্তব্য রাখেন- কুষ্টিয়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিল্লু হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার তসলিম উদ্দিন নিশাত, দৌলতপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু মাস্টার, যুগ্ম আহ্বায়ক ও মহিলা নেত্রী সুরাইয়া আক্তার কাজলি, দৌলতপুর কলেজের সহকারী অধ্যাপক নাহিদা আক্তার।সমাবেশে দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে বিভিন্ন বয়সী নারীরা অংশগ্রহণ করেন। দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান...