জাল নোট প্রচলন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পোরশায় এক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক বগুড়া আয়োজনে এবং সোনালী ব্যাংক পিএলসির সার্বিক সহযোগিতায় ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসার আব্দুল বারী এজিএম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম বলেন, “জাল নোট শুধু অর্থনীতির ক্ষতি করে না, এটি একটি জাতীয় নিরাপত্তা ইস্যু। এর বিরুদ্ধে জনসচেতনতা এবং সক্রিয় নাগরিক ভূমিকা অত্যন্ত জরুরি।” বক্তারা আরও বলেন, “সরকারের মুদ্রার নকশা ও নিরাপত্তা বৈশিষ্ট্য পরিবর্তনের কারণে কিছু অসাধু চক্র সুযোগ নিয়ে বাজারে জাল নোট সরবরাহের চেষ্টা করতে পারে। এজন্য সাধারণ জনগণকে সচেতন থাকা জরুরি। জাল নোট শনাক্তের কৌশল জানা ও প্রয়োগ করাই এর মূল প্রতিরোধের উপায়।” ওয়ার্কশপে...