জুলাই আন্দোলনের মধ্যে ঢাকার কোতয়ালী থানার একটি হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষীত ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাবেক সাধারণ সম্পাদক জোবায়ের হোসেনকে জেলগেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। তার রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে সোমবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন। এর আগে এদিন জোবায়েরকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার এসআই হাবিব ফয়সাল। আসামি পক্ষের আইনজীবী মেহেদী হাসান মেরিন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলগেইটে একদিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে বলে জোবায়েরের আইনজীবী মেহেদী হাসান মেরিন জানিয়েছেন। বৃহস্পতিবার ভারতের গেদে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন জোবায়ের। পরে তাকে বাংলাদেশের দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাকে চুয়াডাঙ্গা আদালতের...