ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে পশ্চিমা নেতারা নিজেদের ভাবমূর্তি রক্ষার চেষ্টা করছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপের মুখে এই পদক্ষেপ নিয়েছেন পশ্চিমা নেতারা। গাজায় আগ্রাসন বন্ধে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা, শুল্ক বৃদ্ধি, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন, যুদ্ধাপরাধীদের বিচারের মতো জোড়ালো পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তারা। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও পর্তুগাল। ফ্রান্সসহ আরও কয়েকটি দেশ আগামী কয়েকদিনের মধ্যে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিয়েছে। তবে এই পদক্ষেপের মাধ্যমে পশ্চিমা নেতারা নিজেদের ভাবমূর্তি রক্ষার চেষ্টা করছে বলে মনে করেন বিশ্লেষকরা। ফিলিস্তিনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো সীমানা না থাকায় বহু বছর ধরে সেখানে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এই পরিস্থিতিতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়াকে প্রতীকী বলেই মনে করেন বিশ্লেষকরা। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের কাছ থেকে পাওয়া...