ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার প্রিয়নাথ স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার বি এম তারিক-উজ-জামান আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। হরিণাকুণ্ডু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল বারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈষিতা আক্তার এবং হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার। এছাড়া উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক, সুপার, ক্রীড়া শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলার আট ইউনিয়নের ৮টি...