গত বছরের শেষদিকে মুক্তি পেয়েছিল মেহজাবীন চৌধুরী অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’। তবে বড় পর্দায় এই অভিনেত্রীর প্রথম কাজ ছিল ‘সাবা’। ইতিমধ্যেই সেটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে। এবার মুক্তি পাচ্ছে দেশের সিনেমা হলে। রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে প্রকাশ্যে এসেছে সাবা’র ট্রেলার। যেখানে উঠে এসেছে অসুস্থ মাকে নিয়ে মেয়ের সংগ্রামের গল্প। পাশাপাশি দেড় মিনিটের সেই ঝলকে মেয়েটির নিজের জীবনসংগ্রামেরও ইঙ্গিত পাওয়া যায়। সিনেমাটিতে নামভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। মা শিরিনের চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী। অঙ্কুর চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার। সামাজিকমাধ্যমে সিনেমাটির ট্রেলার শেয়ার করে আবেগাপ্লুত বার্তা দিয়েছেন মেহজাবীন। তিনি লিখেছেন, ‘যখনই আমরা সিনেমা দেখার কথা ভাবি, তখন বেশিরভাগ সময়ই বন্ধুদের বা পার্টনারের সঙ্গে দেখার কথাই মনে আসে। কিন্তু কতবার আমরা ভেবেছি যে মায়ের সঙ্গে সিনেমা দেখা উচিত?’ যোগ...