২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম "পুরাতন সামরিক যানগুলি বিশাল মোবাইল বোমায় পরিণত করে আবাসিক এলাকার কেন্দ্রস্থলে স্থাপন করা হয় এবং রিমোটের মাধ্যমে এগুলোর বিস্ফোরণ ঘটিয়ে ভবনগুলি ধ্বংস করে ফেলা হয়। ফলে আশেপাশের যে কোনও ব্যক্তি কয়েক সেকেন্ডের মধ্যে টুকরো টুকরো হয়ে যায় - এর প্রভাব বিমান হামলার চেয়েও ভয়াবহ এবং ধ্বংসাত্মক।" এই মারণাস্ত্র সম্পর্কে বলছিলেন গাজার বাসিন্দা আলম আল-ঘৌল, স্থানীয়রা এটিকে "বুবি-ট্র্যাপ রোবট" বলে বর্ণনা করে থাকে। তারা বলছে, এই প্রথমবারের মতো এমন অস্ত্র দেখছে তারা, যা অতীতে কোনও যুদ্ধ পরিস্থিতিতেই তারা দেখেনি, খুব ঘন ঘন এগুলো ব্যবহার করে গাজায় আক্রমণ হচ্ছে এখন। "এই রোবটগুলি পুরানো ট্যাঙ্ক বা সাঁজোয়া সৈন্যবাহক হতে পারে যা আর ব্যবহারের জন্য উপযুক্ত নয়," যোগ করেন ঘৌল। "তারা এগুলি...