খাগড়াছড়ি:“কাজের আন্তরিকতা আর মানবিক সেবার জন্য মানুষ সবসময় মনে রাখে” —এ কথারই প্রতিফলন ঘটলো উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ আখতারুজ্জামান চৌধুরীর বিদায় সংবর্ধনায়। দীর্ঘ কর্মজীবন শেষে তাঁর অবসর উপলক্ষে এলাকাবাসীর উদ্যোগে সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উল্টাছড়ি কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় এক আবেগঘন অনুষ্ঠান।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ শহিদুল ইসলাম, পেশ ইমাম উল্টাছড়ি জামে মসজিদ। এরপর স্বাগত বক্তব্য রাখেন উল্টাছড়ি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার প্রকাশ চাকমা, ছোট পানছড়ি উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হোসেন এবং উল্টাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল হোসেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. মোবারক হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মাহিম। সভাপতিত্ব করেন শেখবর মিয়া এবং সঞ্চালনা করেন মো. নাজমুল হক।পরে উপজেলা স্বাস্থ্য...