প্রতিদিন পৌর শহরের প্রতিটি মোড়ে এসব তিন চাকার যান যত্রতত্র যাত্রী উঠানামা করছে। হঠাৎ ঘুরিয়ে নেওয়া, অতিরিক্ত গতি আর চালকদের অদক্ষতার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে যাত্রীদের প্রাণহানি ও অঙ্গহানির ঘটনা দিন দিন বাড়ছে। বিরামপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক খলিলুর রহমান ডাব্লিউ জানান, ২০২৪-২৫ অর্থবছরে ৫০ থেকে ৬০টি ইজিবাইক, দেড়শ মিশুক ও পাঁচ-দশটি রিকশা-ভ্যান লাইসেন্সের আওতায় এসেছে। ফি নির্ধারণ করা হয়েছে ইজিবাইক ৫০০ টাকা, মিশুক ৩০০ টাকা, রিকশা-ভ্যান ২০০ টাকা। তবে ২০২৫-২৬ অর্থবছরের জন্য এখনও লাইসেন্স কার্যক্রম শুরু হয়নি। এক হাজার নতুন প্লেট তৈরির প্রক্রিয়া চলছে বলে তিনি জানান। এদিকে স্থানীয়দের অভিযোগ, মহাসড়ক ও শহরের গুরুত্বপূর্ণ সড়কে অঘোষিত স্ট্যান্ড গড়ে ওঠায় যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। প্রশিক্ষণবিহীন এমনকি নেশাগ্রস্ত কিছু চালক ভাড়া নিয়ে ইজিবাইক চালাচ্ছে। ফলে চুরি, ছিনতাই ও নিত্য...