সংগীতযাত্রার রজতজয়ন্তী উদযাপন করতে অস্ট্রেলিয়ায় সফরে গিয়ে, গান থেকে বিদায়ের ইঙ্গিত দিয়েছেন সংগীত শিল্পী ও অভিনেতা তাহসান খান। ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’ এখন অস্ট্রেলিয়ায় আছে, সেখানকার পাঁচটি শহরে কনসার্টের পরিকল্পনা আছে দলটির। ২৭ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার পার্থ শহরে তাদের শেষ কনসার্ট। এর মধ্যে শনিবার মেলবোর্নের একটি কনসার্টে তাহসান বলেছেন, আস্তে আস্তে সংগীত ক্যারিয়ার থেকে নিজেকে গুটিয়ে নেবেন তিনি। কনসার্টের ওই ভিডিও সোশাল মিডিয়ায় ঘুরছে। ভিডিওতে দেখা গেছে তাহসান বলেন, "অনেক জায়গায় লেখালেখি হচ্ছে এটাই আমার লাস্ট কনসার্ট, লাস্ট কনসার্ট তো আর না, লাস্ট শো। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব।" যখন উপস্থিত দর্শক তাহসানের কথায় প্রতিক্রিয়া জানাচ্ছিলেন তখনও মজা করে তাহসান বলেন, "এটা খুব স্বাভাবিক, এখন দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে লাফালাফি করতে ভালো লাগে না। আর মেয়ে বড় হচ্ছে, তার সামনে...