কুড়িগ্রামে ৩৮ জন এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জাতীয় মানবিক উন্নয়ন সংস্থা–ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ। সোমবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী এলাকায় ইমপ্যাক্ট ইনস্টিটিউট অব স্কিল ডেভেলপমেন্টের সহযোগিতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ শাহীন এবং রংপুর অঞ্চলের প্রতিনিধি শামীম রায়হান। রংপুর অঞ্চলের প্রতিনিধি শামীম রায়হান জানান, দাতা সংস্থা মা ইন্টারন্যাশনালের সহায়তায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ সারাদেশে ৪০০ এতিম শিশুর মাঝে এই ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের অরফ্যান কেয়ার প্রোগ্রামের আওতায় এসব শিশুদের জন্য বছরে চারবার ত্রৈমাসিক খাদ্য সামগ্রী, সারা বছরের জন্য শিক্ষা উপকরণ ও টিউশন ফি, বছরে একবার স্বাস্থ্য, চক্ষু ও দন্ত পরীক্ষা এবং বছরে দুইবার নতুন জামা বিতরণ করা হয়। উম্মেকুল সুম বেগম বলেন, “জাতীয় মানবিক উন্নয়ন সংস্থা–ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ থেকে খাদ্য...