যুগ যুগ ধরেই সোনা দিয়ে অলঙ্কার তৈরি হচ্ছে। প্রথাগত হলুদ সোনার পাশাপাশি সাম্প্রতিক সময়ে জনপ্রিয়তা পেয়েছে হোয়াইট গোল্ড বা সাদা সোনা। নারীদের সৌন্দর্যচর্চার অন্যতম অনুষঙ্গ এই ধাতুটি কেবল সাজগোজের অংশ নয়, বরং আভিজাত্যের প্রকাশ হিসেবেও বিবেচিত হয়ে আসছে বহুদিন ধরে। কারও কাছে সোনার গয়না যেন একরকম নিরাপদ বিনিয়োগ। বিপদের বন্ধু মনে করেন সোনাকে। আধুনিক রুচির ছোঁয়ায় এটি অনেক নারীর প্রথম পছন্দ হয়ে উঠেছে। তবে হোয়াইট গোল্ড একেবারে নতুন নয়। ১৯ শতকেও নারীদের অলঙ্কারে এর ব্যবহার লক্ষ্য করা যায়। বিশেষ করে আংটি, নেকলেস কিংবা দুলে ব্যবহার হতো এই সাদা ধাতু, যা তখনকার ফ্যাশনের অংশ ছিল। হোয়াইট গোল্ড হলো এক ধরনের অলয়, যা খাঁটি সোনার সঙ্গে একটি বা একাধিক সাদা-রঙের ধাতু মিশিয়ে তৈরি করা হয়-সাধারণত নিকেল বা পেলাডিয়াম, মাঝে মাঝে রূপা বা...