নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে সাইনবোর্ড এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে জেলার বিভিন্ন থানা ও গ্রামীণ এলাকা থেকে প্রতিদিন শতশত নারী ও পুরুষ পাসপোর্ট করতে আসেন। অফিসে সুন্দর ও মনোরম পরিবেশে, শৃঙ্খলাবদ্ধভাবে এবং নিয়ম-কানুন ও প্রথা অনুসারে সেবা প্রদান করা হচ্ছে। সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, অফিসে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ, দক্ষ আনসার ও প্রশাসনিক কাঠামোর মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। দীর্ঘ কয়েক মাস আগে আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ থাকা অফিসটি পুনরায় চালু হওয়ার পর পরিচালক ও প্রশাসনিক কর্মকর্তারা কঠোর পরিশ্রম করে সেবার মান উন্নত করতে সক্ষম হয়েছেন। সৈকত আলী নামে এক ব্যক্তি পাসপোর্ট করতে এসে বলেন, “নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস মনোমুগ্ধকর পরিবেশে পরিচালিত হচ্ছে। গেইট চেক, লাইনে সারিবদ্ধ ব্যবস্থা, সিসি ক্যামেরা ও দক্ষ জনবল দেখে আমি মাত্র অল্প সময়ে নিয়ম মেনে...