স্থানীয় পরিবেশ ও কৃষি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও আইনশৃঙ্খলা বাহিনী এখনো তার ওপর ব্যবস্থা নিতে পারছে না। স্থানীয় সূত্রে জানা গেছে, মোশারফ হোসেনের ছেলে ইমন তার বাড়ির অদূরে সড়কের পাশে ভেজাল মোবিল উৎপাদনের কারখানা গড়ে তুলেছেন। কারখানার ধোঁয়া ও দুর্গন্ধে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন। ফলে অনেকের শ্বাসকষ্ট, চোখ জ্বালাপোড়া এবং অন্যান্য স্বাস্থ্যঝুঁকি দেখা দিচ্ছে। এছাড়া কারখানার বর্জ্য পাশের পুকুরে ফেলার কারণে পানি দূষিত হয়ে গেছে। মাছ মারা যাচ্ছে এবং পুকুর ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়রা ভয়ে প্রকাশ্যে অভিযোগ করতে পারছেন না। এলাকাবাসী আরও জানিয়েছেন, ইমনের আরেকটি অবৈধ ব্যবসা হলো ভেজাল দস্তা সার উৎপাদন। তিনি নিয়মিত কারখানার অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেন। তালবাড়িয়া, ঘুরুলিয়া ও জোত হাশিমপুর এলাকায় তার একাধিক গোপন কারখানা রয়েছে। ২০১৯ সালে র্যাব ও কৃষি কর্মকর্তারা অভিযান...