চরমোনাই পীরকে জাতীয় বেঈমান ও ভণ্ড উল্লেখ করে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘স্বৈরাচার শেখ হাসিনার পতনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো ভূমিকা ছিল না।’ সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা আউটডোর স্টেডিয়াম মাঠে সদর বিএনপি পূর্ব প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। লক্ষ্মীপুর সদর উপজেলা পূর্ব বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনের সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান হারুন ও যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ মো. এমরান। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘চরমোনাই পীর জাতীয় বেঈমান ও ভণ্ড। স্বৈরাচার শেখ হাসিনা পতনে কোনো ভূমিকা ছিল না ইসলামী আন্দোলনের।’ বিএনপির যুগ্ম-মহাসচিব এ্যানি বলেন, ‘বিগত ১৭ বছরের ফাসিস্টবিরোধী কোনো আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা বা চরমোনাই পীরের কোনো ভূমিকা ছিল না। বরং স্বৈরাচার শেখ হাসিনার সাথে তাদের সখ্য...